Highlight ||
"সুরভি " “সুরভি একটি বিশ্বাস” ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বিশিষ্ট সমাজ সেবী ''সৈয়দা ইকবাল মান্দ বানু" সম্পূর্ণ নিজ অর্থে প্রতিষ্ঠা করেন সেবামুলক প্রতিষ্ঠান “ সুরভি”। তিনি তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে গরিব দুঃখী, অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।
...
Sponsor for Orphan Children

এই শিশুগুলি সবাই এতিম। ওদের প্রত্যেকর বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে সংসার চালায়। অনেক কষ্টের মধ্য দিয়ে ওদের জীবন পরিচালিত হয়। আপনারা যারা সমাজের বিত্তবান, অপনাদের একটু সহযোগিতা পেলে ওরাও একদিন সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। তাই আপনি ও এতের ভবিষ্যৎ গড়ার জন্য এগিয়ে আসতে পারেন। এরাও আমাদের সন্তান। তাদের ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের ও দায়িত্ব আছে। তাই আসুন আমরা সবাই মিলে ওদের জন্য কাজ করি।

school-feeding-edu

DONATION