Highlight ||
"সুরভি " “সুরভি একটি বিশ্বাস” ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বিশিষ্ট সমাজ সেবী ''সৈয়দা ইকবাল মান্দ বানু" সম্পূর্ণ নিজ অর্থে প্রতিষ্ঠা করেন সেবামুলক প্রতিষ্ঠান “ সুরভি”। তিনি তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে গরিব দুঃখী, অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।

Our photo Details

Event Image
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের "প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়িত " বাংলাদেশে ঝুঁকি পূর্ণ শিশু শ্রম নিরোশন প্রকল্প ( ৪র্থ পর্যায় ) এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের "প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরভি’র নির্বাহী পরিচালক জনাব মো: আবু তাহের , বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মো: আব্দুল কাদের। দিকনির্দেশনা পরামর্শ  ও প্রকল্পের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক।