Highlight ||
"সুরভি " “সুরভি একটি বিশ্বাস” ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বিশিষ্ট সমাজ সেবী ''সৈয়দা ইকবাল মান্দ বানু" সম্পূর্ণ নিজ অর্থে প্রতিষ্ঠা করেন সেবামুলক প্রতিষ্ঠান “ সুরভি”। তিনি তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে গরিব দুঃখী, অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।

Our Events & News Details

Event Image
৬ই আগস্ট ২০২৫

সুরভি'র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন সৈয়দা ইকবাল মান্দ বানু'র স্বামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান মরহুম রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেবের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সুরভি'তে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।