; Surovi
;

Committee

Position : Founder Chairperson
Name : Syeda Iqbal Mand Banu
Mobile : 9661468
Email : surovi69@yahoo.com

সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৪১ সালে এক স্ম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম সৈয়াদ নুরুল আবসার ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। সৈয়দা ইকবাল মান্দ বানু শৈশবকাল থেকেই নিপীড়িত, অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। বাংলাদেশের আনাচে কানাচে ৬৮ হাজার গ্রামের গ্রামান্তরে, শহরের বহু হাসপাতালে, পথে প্রান্তরে ছড়িয়ে আছে তার সাহায্যের ছোয়া।
শিক্ষা জীবনে সৈয়দা ইকবাল মান্দ বানু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি এবং চারুকলা থেকে ফাইন আর্ট এ ডিগ্রি লাভ করেন।
বৈবাহিক জীবনে সৈয়দা ইকবাল মান্দ বানু সিলেটের বিখ্যাত জমিদার স্যার গজনফর আলী খান সাহেবের পুত্র নিখিল ভারত আইন পরিষদের সদস্য ব্যফ্রিষ্টাব আহমেদ আলী খানের পুত্র সাবেক নৌবাহিনী প্রধান, যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর দুই কণ্যা সন্তান , বড় মেয়ে শাহিনা খান জামান এবং ছোট মেয়ে ডাঃ জুবাইদা খান রহমান।
সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী সানু নামের একটি মাত্র মেয়েকে নিয়ে সম্পূর্ণ নিজ অর্থে প্রতিষ্ঠা করেন সেবামূলক প্রতিষ্ঠান “সুরভি”। তিনি তাঁর এই প্রতিষ্ঠান সুরভি’র মাধ্যমে দরিদ্র, অসহায়, শ্রমজীবী শিশু-কিশোর/কিশোরিদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে আসছেন। সুরভির মাধ্যমে লক্ষ্য লক্ষ্য শিশু-কিশোর/কিশোরি শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে। ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সুরভির কার্যক্রম সততা ও নিষ্ঠার সাথে পরিচালিত হচ্ছে। সুরভির সুনাম দেশ বিদেশে অক্ষুণ্ণ রয়েছে।
ব্যক্তি জীবনে সৈয়দা ইকবাল মান্দ বানু একজন চিত্রকর, লেখক, পিয়ান বাদক। তাঁর লেখা বইয়ের মধ্যে "ঝড়াপাতা, মনে পড়ে" উল্লেখযোগ্য। তাঁর সখের মধ্যে "বাগান করা, পশু পাখি পালন ইত্যাদি উল্লেখযোগ্য।
সৈয়দা ইকবাল মান্দ বানু জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ ১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন।
এ ছারাও তিনি সমাজ সেবার জন্য বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। উল্যেখযোগ্য পদকের মধ্য-
১৯৮৫ কাজী মাহাবুব উল্লাহ ট্রাষ্ট স্বর্ণপদক,
১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক,
১৯৯৭ সালে নিপা শিশু ফাউন্ডেশন স্বর্ণপদক,
১৯৯৯ সালে অতীশ দীপঙ্কর পদক,
২০০০ সালে চন্দ্রাবতী পদক,
২০০১ সালে কমলকুড়ী পদক,
২০০২ সালে সন্ধানী পদক,
২০০৫ সালে আঞ্জমান মুফিদুল ইসলাম স্বর্ণপদক,
২০০৫ সালে বেইজ আজিজুর রহমান পাটোয়ারী পদক ইত্যাদি।
সৈয়দা ইকবাল মান্দ বানু নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ছিলেন। নৌবাহিনিতে Girls Guids সংগঠনের মত Sea Guids এর সুচলা করেন।
সৈয়দা ইকবাল মান্দ বানু বাংলাদেশ জাতীয় মাহিলা সংস্থার চেয়ারপার্সন ছিলেন।

Get in touch!

Address

  • SUROVI, House # 16, Road # 05, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh.

  • (+880-2) 9661468

  • info@surovi.org

MAP